মাঠ জরিপ: দিনাজপুর সদর উপজেলার নবায়নকৃত ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা প্রণয়নের জন্য সরজমিনে মাঠ জরিপ কাজ সম্পন্ন করা হয় এবং জরিপ কালে দিনাজপুর সদর উপজেলা থেকে মোট ১৫০ টি কম্পোজিট মৃত্তিকা নমুনা এবং ভূমি, মাটি, ফসল, পানি ও সার ব্যবহারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
মাঠ জরিপ: কাহারোল উপজেলার কান্তনগর ব্লকের ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা প্রণয়নের জন্য সরজমিনে মাঠ জরিপ কাজ সম্পন্ন করা হয় এবং জরিপ কালে কান্তনগর ব্লকের নয়টি মৌজা থেকে মোট ৬২ টি কম্পোজিট মৃত্তিকা নমুনা এবং ভূমি, মাটি, ফসল, পানি ও সার ব্যবহারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
প্রায়োগিক ট্রায়াল: বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের আজিমপুর গ্রামে উপজেলা নির্দেশিকার ভিত্তিতে সুষম সার প্রয়োগের উপর ০১ (এক) টি প্রায়োগিক ট্রায়াল চলমান রয়েছে।
নবায়নকৃত নির্দেশিকা প্রতিবেদন প্রণয়ন: পার্বতীপুর উপজেলার ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা মুদ্রণের জন্য প্রধান কার্যালয়ে প্রক্রিয়াধীন।
মৃত্তিকা ও ভূমিরুপ মানচিত্র প্রণয়ন: নীলফামারী জেলার ডোমার উপজেলার ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা প্রতিবেদন প্রণয়নপূর্বক মুদ্রণের জন্য প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে কৃষক সেবা প্রদান: কাহারোল উপজেলার ৬৩ জন কৃষকের ফসলী জমির মাটি পরীক্ষা করে সার সুপারিশ কার্ড প্রদান করা হয়েছে।
স্থায়ী গবেষণাগারের মাধ্যমে মৃত্তিকা পরীক্ষা ও সার সুপারিশ কার্ড প্রদান: সরকারী, বেসরকারী ও স্বায়ত্তশাসিত সংস্থা এবং কৃষকের 1497 মাটির নমুনা পরীক্ষা করা হয়। মাটির নমুনা পরীক্ষা করার মাধ্যমে 339 জন কৃষককে সার সুপারিশ কার্ড প্রদান করা হয়।
সার সুপারিশ কার্ড প্রদান: ২০২২-২৩ অর্থবছরে উপজেলা নির্দেশিকার ভিত্তিতে ২৭৮ টি, অনলাইন পদ্ধতিতে ৫০০ টি এবং মাটি পরীক্ষার ভিত্তিতে ৫২ টি সার সুপারিশ কার্ড প্রদান করা হয়েছে।
সভা/সেমিনার/মাঠ দিবস/প্রযুক্তি প্রদর্শনী মেলা/কর্মশালায় অংশগ্রহণ: 22টি সভা/সেমিনার/মাঠ দিবস/ কর্মশালায় অংশগ্রহণ করে নিজ দপ্তরের কার্যক্রম উপস্থাপন করা হয়েছে।