আজ ১৫ আগস্ট, বাঙালির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে ইতিহাসের মহানায়ক, বাঙালী জাতির পিতা, বাংলাদেশে স্থপতি বঙ্গবন্ধু ’শেখ মুজিবুর রহমান’ ও তাঁর পরিবারকে। শোকাগ্রস্তএই দিনটিকে পালনের উদ্দেশ্যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, দিনাজপুর সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, সকাল ০৯:০০ ঘটিকায় ‘জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর’ প্রাঙ্গনে অবস্থিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’-এর প্রতিকৃতিতে পুস্পাস্তবক অর্পণ এবং সকাল ১১:০০ ঘটিকায় অফিস প্রাঙ্গনে ‘আলোচনা সভা ও দোয়া মাহফিলের’ আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলে নিজ নিজ অবস্থানে আন্তরিকভাবে কাজ করার প্রতিজ্ঞা গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।
জয় বাংলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস