মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, দিনাজপুর কর্তৃক ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখে ‘অম্লীয় মৃত্তিকা ব্যবস্থাপনায় চুন প্রযুক্তি ব্যবহার, মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ ও সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণের কলাকৌশলের উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ’ এবং ‘সার ব্যবহারে অপচয় রোধে করণীয় বিষয়ে কৃষকের সাথে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মান্যবর মহাপরিচালক জনাব মোঃ ছাব্বির হোসেন, ‘সয়েল সার্ভে এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ডিভিশনের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ আব্দুল হালিম’, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর অঞ্চলের উপপরিচালক জনাব মোঃ শফিকুল ইসলাম’। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক (ফিল্ড সার্ভিসেস উইং) জনাব মোঃ জালাল উদ্দীন।
অনুষ্ঠানে মান্যবর অতিথিগণ তাদের বক্তব্যে আলোচ্য বিষয়ে কৃষকদের সুস্পষ্ট ধারণা প্রদান ও কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কৃষকের সাথে আলোচনা করেন এবং পরীক্ষার জন্য মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি সরেজমিনে কৃষকদের দেখানো হয়। বক্তাগণ সারের সুষম ব্যবহার, মাটির স্বাস্থ্য সুরক্ষা, টেকসই ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সোনার বাংলা গড়ে তুলতে কৃষকদের উদ্বুদ্ধ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস